কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নেমে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। মেসির পর দ্বিতীয় গোলটি করেন এঞ্জো ফার্নান্ডেজ। মাত্র ২১ বছর বয়সী এই ফুটবলার ফিফা বিশ্বকাপে প্রথম গোল পেলেন। খেলার ৮৭ মিনিটে গোল করে চমকে দেন এঞ্জো ফার্নান্ডেজ।
শনিবার মেক্সিকোর বিরুদ্ধে নেমে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন লিওনেল মেসি । এর পর ৮৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে জয়ের আরও একধাপ কাছে নিয়ে জেতে সাহায্য করেন ২১ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডার।
When you score your first #FIFAWorldCup goal at 21 years old 🫶 pic.twitter.com/u0bdtxrpoo
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
২০২২ সালের সেপ্টেম্বরে হন্ডুরাসের বিরুদ্ধে সাবস্টিটিউট হিসেবে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক স্তরে অভিষেক হয় এঞ্জোর। মেসির পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল করা ফার্নান্দেজই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। জয়ের পর, তিনি বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আজ বিশ্বকাপে গোল করার পর সেই স্বপ্ন যেন পূরণ হয়েছে। এই জয়ের জন্য আমি খুব খুশি। এই জয় সমর্থকদের জয়।’