RNF অর্থাৎ Regional News Feed হল একটি Sole Proprietorship Firm যা কি না দেবজিৎ সরকার* কর্তৃক এককভাবে পরিচালিত (ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী)। এটি মূলত অনলাইন মাধ্যমে এলাকাভিত্তিক খবর, ঘটনাবলি, বিনোদন ইত্যাদি বিষয় প্রচারের কাজ করে থাকে। এই উদ্যোগটি ২০১৫ সালের ১৬ জানুয়ারি Fatapukur ফেসবুক পেজ পরিচালনা থেকে শুরু হয়।
প্রথমে (ফাটাপুকুর একটি এলাকার নাম, বিস্তারিত জানতে ক্লিক করুন rnfnews.in/fatapukur) ফাটাপুকুর এবং ততসংলগ্ন এলাকাভিত্তিক ঘটনার আপডেট প্রচার করা হত। তারপর উদ্যোগটি জনপ্রিয় হলে ২০১৬ সালে RNF নামে কাজ শুরু হয়। শুরুতেই RNF Rajganj (রাজগঞ্জ ব্লক, জলপাইগুড়ি জেলা) এবং RNF Chopra (চোপড়া ব্লক, উত্তর দিনাজপুর) দুটি ব্লকের খবর প্রচারের উদ্দেশে দুটি আলাদা পেজ শুরু হয়। পরবর্তীতে দুটিকে একসঙ্গে জুড়ে RNF News পেজের নাম দিয়ে কাজ চলতে থাকে। ওই নির্দিষ্ট পেজটি ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত ফেসবুকে সক্রিয় রাখা হয়েছিল। আইনি সমস্যা থাকায় ২০২০ সালের মে মাসে একটি সম্পূর্ণ নতুন পেজ তৈরি করা হয়। যার নাম দেওয়া হল RNF। আগের পেজটির ওই সময়কালে যা কিছু কাজ করা হয়েছিল ইত্যাদি সংরক্ষণে রাখা হয়েছে। ২০২৩-এর অক্টোবর মাসে পেজটির নাম পরিবর্তন করে RNF Archive রাখা হয়। RNF Archive হল RNF News নামের প্রথম পেজটির archive।
অন্যদিকে, ২০১৯ সালের ডিসেম্বরে রাজগঞ্জ এলাকার জন্য একটি আলাদা পেজ পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়। পরে সেখানেই উত্তরবঙ্গের জেলার গুরুত্বপূর্ণ ঘটনা এবং খবর সেই পেজেই সম্প্রচার করা হতে থাকল। পরীক্ষামূলক সেই পেজটি ২০২৩-এর অক্টোবরে নাম পাল্টে RNF News করা হল। (এদিকে, RNF পেজে রাজ্য-রাজনীতি, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ আপডেট সম্প্রচার করা হতে থাকল। সেখানে কোনও লোকাল আপডেট দেওয়া হত না।)
RNF-এর ওয়েব সাইট WWW.RNFNEWS.IN এবং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল bit.ly/RNFtube-এও খবর সম্প্রচার করে থাকে।
* দেবজিৎ সরকার, আরএনএফ নিউজ-এর সম্পাদক। তিনি জলপাইগুড়ি জেলার ফাটাপুকুরের বাসিন্দা। প্রাণীবিদ্যা বিষয়ে সাম্মানিক করেছেন। লিখতে ভালোবাসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।