ভারতের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী

স্বপ্ন দেখার সাহসই কালামের উত্তরাধিকার: জন্মদিনে অনুপ্রেরণার গল্প

আজ ১৫ অক্টোবর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘মিসাইল ম্যান’ ড. এ. পি. জে. আব্দুল কালামের জন্মদিন। তাঁর জীবন কেবল বিজ্ঞান বা রাষ্ট্রনীতির নয়, এক অনন্য অনুপ্রেরণার গল্প।

তামিলনাড়ুর রামেশ্বরমে এক সাধারণ পরিবারে জন্ম, বাবা ছিলেন নৌকাচালক। ছোটবেলায় সংবাদপত্র বিলি করতেন, কিন্তু স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। সেই স্বপ্নই তাঁকে নিয়ে যায় ডিআরডিও ও ইসরোতে, যেখানে তিনি ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় যুগান্তকারী ভূমিকা রাখেন।

একবার এক ছাত্র তাঁকে প্রশ্ন করেছিল, “আপনি এত বড় বিজ্ঞানী, রাষ্ট্রপতি, অথচ এত সাধারণ কেন?” কালাম হেসে বলেছিলেন, “সাধারণ থাকলেই মানুষকে ছোঁয়া যায়।”

রাষ্ট্রপতি পদে থেকেও তিনি স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তাঁদের স্বপ্ন দেখতে শেখাতেন। তাঁর বিখ্যাত উক্তি— “Dream, dream, dream. Dreams transform into thoughts and thoughts result in action”—আজও কোটি কোটি তরুণের প্রেরণা।

২০১৫ সালে শিলংয়ে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ছিলেন শিক্ষক, স্বপ্নদ্রষ্টা, এবং মানবতার পথপ্রদর্শক।

About The Author