অডিও কাণ্ড অতীত! মমতা সাক্ষাতেই ক্ষমতায় ফিরলেন অনুব্রত! নিরাপত্তা পুনর্বহাল

বীরভূমের রাজনীতিতে ফের গুরুত্বপূর্ণ মোড় ঘোরালেন অনুব্রত মণ্ডল। রাজ্য তৃণমূল নেতৃত্বের তরফে জেলা কোর কমিটির আহ্বায়ক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে আবারও কার্যত সংগঠনের কেন্দ্রে ফিরলেন ‘কেষ্ট’। বুধবার রাতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, আগামী ৩রা আগস্ট ওই কমিটির বৈঠক হবে বোলপুরেই।

তৃণমূলের সর্বময় নেত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবারই তাঁর নতুন দায়িত্বের ঘোষণা হয়। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বীরভূম সফরের পরেই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে বদল ঘটে—জেলা পুলিশ সূত্রে খবর, ফের ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ নিরাপত্তা দেওয়া হয়েছে অনুব্রতকে। অর্থাৎ, বাড়ি ও ব্যক্তিগত স্তরে দেহরক্ষীর সংখ্যা যেমন ছিল, তেমনই বাড়ানো হয়েছে নতুন করে।

এই পুনর্বহাল নিরাপত্তা এবং রাজনৈতিক মর্যাদা ফিরে পাওয়া অনুগামীদের কাছে ‘দাদার’ স্বমহিমায় প্রত্যাবর্তনের ইঙ্গিত। যদিও এই পুনর্বহালের পেছনে রাজনৈতিক বার্তা থাকতে পারে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, ২০২২-এ গরু পাচার মামলায় অনুব্রতর জেলবন্দি হওয়ার পর জেলা নেতৃত্বের দায়িত্বে ‘কোর কমিটি’ গঠন করে দেন মুখ্যমন্ত্রী। জামিনের পর তিনি জেলায় ফিরলেও অনেকটাই পিছনের সারিতে ছিলেন। এমনকি জেলা সভাপতির পদ তুলে নেওয়ার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। ভাইরাল অডিও-কাণ্ডের পর নিরাপত্তা কমানো হয়, এআই দিয়ে কণ্ঠস্বর তৈরির অভিযোগ ঘিরে অনুব্রত-অনুগামীদের বিতর্কও ছিল।

তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষত মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য মঞ্চে তাঁর উপস্থিতি এবং তার পরদিনই দায়িত্ব দেওয়া—তৃণমূলের অভ্যন্তরীণ বার্তা বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এই দায়িত্ব আরও তাৎপর্যপূর্ণ। আর এই দায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধিকে ঘিরে কেষ্ট-অনুগামীরা বলছেন, “দাদা আবার ফিরেছেন তাঁর প্রকৃত ওজনে।”

About The Author