গরু পাচার মামলায় এবার গ্রেফতার হলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার সন্ধ্যায় দিল্লিতে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারছিলেন না সুকন্যা। কথায় অসংগতি থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আট মাস আগে একই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
#BREAKING : Sukanya Mondal, daughter of #TMC leader #AnubrataMondal arrested by #ED in connection with alleged cattle smuggling case. Anubrata Mondal is already behind bars since August last year in connection with the same case. She was called for questioning today.
— Tamal Saha (@Tamal0401) April 26, 2023

