মানব পাচার রুখতে স্কুলে সতর্কতামূলক অনুষ্ঠান বিএসএফ-এর

সামনাসামনি জেনে বন্ধুত্ব করার থেকে সোশ্যাল মিডিয়ায় অজানা অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব করার প্রবণতা বাড়ছে পড়ুয়াদের মধ্যে। এবং এর ফলে এই ডিজিটাল যুগেও মানব বা শিশু পাচারের ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

পড়ুয়ারা যাতে সোশ্যাল মিডিয়ায় ফেক বন্ধুর ফাঁদে না পড়েন, সেই ব্যাপারে সতর্ক করতে বৃহস্পতিবার রাজগঞ্জ এমএন হাইস্কুলে পাচার বিরোধী অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ এবং এনজিও-র সদস্যেরা। ক্লাসের ফাঁকে একটু ভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে অনেক কিছুই জানলেন পড়ুয়ারা।

এদিনের অনুষ্ঠানে বিএসএফ এবং শিক্ষকদের পাশাপাশি এনজিওর দাদা-দিদিরাও বক্তব্য রাখেন। পড়ুয়াদের তাঁরা জানান, দুষ্কৃতিরা ফেসবুক ইন্সটাগ্রামে নানারকম প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদের জালে জড়াচ্ছেন। মানব পাচার রুখতে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। AHTU BSF-এর এই মানব পাচার বিরোধী অনুষ্ঠানে NGO টিনি হ্যান্ডস ইন্ডিয়া, ইভালুয়েশন ফাউন্ডেশন এবং চাইল্ড ইন নিড গ্রুপের সদস্যেরা অংশ নিয়েছিলেন।

About The Author