বৃষ্টির মাধ্যমে ঝড়ে পড়ছে সোনা! বাতাসেও রোজ মিশছে বহুমুল্য জিনিস। শুনতে অবাক লাগলেও বৈজ্ঞানিকদের দাবি, এমনটাই ঘটছে আন্টারকটিকার দুর্গম পাহাড়ি এলাকায়। এক হাজার কিলোমিটার দূর থেকেও মিলছে সেই সোনার হদিস।
সত্যি সত্যি সোনার বৃষ্টি হলেও, সেই সোনা কুড়োতে যাওয়ার ক্ষমতা কারোর নেই। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় গ্যাস, ধুলো কণার মাধ্যমে রোজ প্রায় ৮০ গ্রাম সোনা মিশছে বাতাসে। যার মুল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।
নাসার বিজ্ঞানীরা জানালেন, আন্টারকটিকার মাউন্ট এরেবাস সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। সেখান থেকে রোজ ঘটছে এমন অবাক করা কাণ্ড। অগ্ন্যুতপাতের মাধ্যমে ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে সোনা সহ অন্যান্য বহুমূল্য খনিজ। গ্যাস, ধুলো কণার মাধ্যমে রোজ প্রায় ৮০ গ্রাম সোনা মিশছে বাতাসে। ১৯৯১ সালে বিজ্ঞানীরা জানান এই ঘটনা। তবে পৃথিবীর একেবারে দক্ষিনে অবস্থিত অই এলাকা ভীষণ দুর্গম। সেখানে কোনও জনবসতি নেই বললেই চলে। প্রতিনিয়ত বিজ্ঞানীরা নজর রেখে চলেছেন সেখানে।