জলপাইগুড়িতে ফের ATM লুটের চেষ্টা! ধৃত দুই স্থানীয় বাসিন্দা

জলপাইগুড়ি: ফের এটিএম লুটের চেষ্টা! এবার জলপাইগুড়ির রাণিনগরের বিএসএফ ক্যাম্প লাগোয়া SBI এটিএম-এ। ধৃত দুই যুবক ওই এলাকারই বাসিন্দা। একজন প্রতীক সরকার, আরেকজন কৌশিক মুখার্জি‌।

শুক্রবার গভীর রাতে সেখানে ATM লুটের চেষ্টা চলছে বলে জেলা পুলিশের কন্ট্রোলরুমে খবর আসে। সিসি ক্যামেরার সরাসরি ফুটেজ চোখে পড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুম্বইয়ের কন্ট্রোলরুম থেকে জেলা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার টহলদারি ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে দুষ্কৃতীরা পালাতে শুরু করে। পুলিশের তাড়ায় এক দুষ্কৃতী পড়ে গিয়ে আহত হয়। পুলিশ জানিয়েছে, এটিএমের টাকার ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা।

দুই ‘দুষ্কৃতী’কে ধরেছে পুলিশ, উদ্ধার হয়েছে গ্যাস কাটার। পুলিশ জানিয়েছে, কৌশিক মুখোপাধ্যায় এবং প্রতীক সরকার নামে দুই যুবককে ধরা হয়েছে ও দু’জনেই রানীনগরের বাদিন্দা। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম থেকে প্রায় ৪০ লক্ষ টাকা লুট হয়েছিল।

About The Author