সূর্যোদয় থেকে সূর্যাস্ত! সৌদির তীব্র গরম উপেক্ষা করেই আরাফাতের ময়দানে জমায়েত করলেন বিশ্বের লক্ষ লক্ষ হজযাত্রী। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ২০ লক্ষেরও বেশি মুসলমান এই অনুষ্ঠানে সামিল। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাত পর্বত। হজ পালনের দ্বিতীয় দিনে প্রখর সূর্য মাথায় নিয়ে সেখানে জড়ো হয়েছেন পুন্যার্থীরা। ৭০ মিটার উঁচু এই পর্বতে উঠে আজ প্রার্থনা করছেন লক্ষ লক্ষ মানুষ। সারা দিন এই পর্বতের নিচে অবস্থান করেছেন হজযাত্রীরা।
এ বছর হজ শুরু হয়েছে ১৪ জুন শুক্রবার। হজ পালনের দ্বিতীয় দিনে আরাফাত পাহাড়ে সমস্বরে প্রার্থনা করলেন হাজিরা। সৌদি আরবে প্রচণ্ড গরম হলেও আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। প্রসঙ্গত, সৌদির তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এবছর তীব্র গরমের মধ্যেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে হয় আরাফাতের দিন। আর ১০ জিলহজে পশু কুরবানি করেন হজযাত্রীরা। কুরবানি শেষে আরও দুইদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। অর্থাৎ হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।