মহাকুম্ভে বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ বৃদ্ধা, উদবিগ্ন পরিবার

কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টের ঘটনার রাত থেকে নিখোঁজ মালদার এক ষাটোর্ধ্ব বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার এখনও পর্যন্ত কোনও হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ।

জানা গেছে, নিখোঁজ বৃদ্ধার নাম অণিতা ঘোষ। বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা সংলগ্ন উত্তর কৃষ্ণপল্লী এলাকায়।

পরিবার সূত্রে খবর তিনি গত সোমবার বেশ কয়েকজন আত্মীয় স্বজন ও সঙ্গী-সাথীর সঙ্গে উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় যান পুণ্যস্নান করার উদ্দেশ্যে।

মঙ্গলবার রাতে কুম্ভমেলায় পৌঁছান তিনি। পুণ্যস্নানের জন্য গভীর রাতে নদীঘাটের কাছাকাছি এলাকায় পৌঁছে যান। কিন্তু তারপর হঠাৎ করেই হুড়োহুড়ি, ঠেলাঠেলি শুরু হওয়ায় সব এলোমেলো হয়ে হয়ে যায়।

হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ৩০ জনের মতো পুণ্যার্থীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর। ওই সময় বৃদ্ধা অণিতা ঘোষ, তার আত্মীয়-স্বজন ও সঙ্গী-সাথীরা একে-অপর থেকে আলাদা হয়ে পড়েন।

পরে অবশ্য সকলে একত্রিত হন। কিন্তু বৃদ্ধা অনিতা ঘোষকে আর খুঁজে পাওয়া যায়নি। এই খবর পেয়ে তার পরিবারবর্গ রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। চরম দুশ্চিন্তায় পড়েন তারা।

কুম্ভমেলায় থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। সেখানকার লোকজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোন হদিশ মেলেনি। স্বভাবতই নিখোঁজ বৃদ্ধার চিন্তায় এখন শুধুই চোখের জল ফেলে চলেছেন তার পরিবারবর্গ।

About The Author