দেশের দ্রুততম দৌড়বিদ অনিমেষ, গ্রিসের ট্র্যাকে ইতিহাস গড়ল ঝাড়খণ্ডের যুবক

ভারতের অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস রচনা করলেন ঝাড়খণ্ডের যুবক। গ্রিসের ট্র্যাকে ইতিহাস গড়লেন অনিমেষ কুজুর! মাত্র ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে দেশের নতুন রেকর্ড গড়ে তিনি হয়ে উঠলেন ভারতের দ্রুততম মানব।

২২ বছরের এই তরুণ দৌড়বি, গ্রিসের একটি ইভেন্টে পুরুষদের ১০০ মিটার দৌড়ে তিনি মাত্র ১০.১৮ সেকেন্ড সময় নিলেন, যা ভারতের নিরিখে এযাবৎকালের দ্রুততম দৌড়।

এই দুরন্ত পারফরম্যান্সের ফলে অনিমেষ হলেন প্রথম ভারতীয়, যিনি ১০.২০ সেকেন্ডের নিচে সময় নিয়ে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করলেন।

এই রেকর্ড শুধু একটি সংখ্যা নয়—এটি দেশের স্প্রিন্টারদের আত্মবিশ্বাসের গতি বাড়িয়ে দিল বহু গুণ। আন্তর্জাতিক মানের ট্র্যাকে ভারতের নাম আরও এক ধাপ উঁচুতে তুললেন অনিমেষ।

ভারতের স্প্রিন্টিং ইতিহাসে ১০.২৬–১০.২২ সেকেন্ড সময় দীর্ঘদিন ধরে রেকর্ড হিসেবে থেকে গিয়েছিল। এবার সেই দেওয়াল ভেঙে অনিমেষ দেখিয়ে দিলেন, ভারতীয়রাও পারে বিশ্বস্তরের স্পিডে ছুটতে।

অনিমেষ কুজুরের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলায়। তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন প্রতিভাবান তরুণ, যিনি এখন দেশের দ্রুততম মানব হয়ে উঠেছেন। অনিমেষের উঠে আসার গল্প একেবারেই অনুপ্রেরণাদায়ক—ছোট্ট গ্রামের ছেলেটির পায়ের জোরে আজ দেশের মুখ উজ্জ্বল।

প্রশিক্ষক ও ক্রীড়াবিশ্লেষকদের মতে, অনিমেষের এই সাফল্য ভবিষ্যতে অলিম্পিক ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দরজায় ভারতকে পৌঁছে দিতে পারে।

About The Author