একাদশী উপলক্ষে ভক্তদের বিপুল সমাগমে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত বেঙ্কটেশ্বরস্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতদের মধ্যে ৮ জন নারী ও ১ শিশু রয়েছেন।
ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও ৫ জন প্রাণ হারান। মন্দিরে প্রবেশ ও বেরোনোর জন্য একই সরু পথ ব্যবহার করা হচ্ছিল, যেখানে হাতের ঝুড়িতে পূজার সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকা বহু নারী হঠাৎ ভিড়ের চাপে পড়ে যান। CPR দেওয়ার চেষ্টা, চিৎকার, এবং শেষ মুহূর্তের প্রাণপণ চেষ্টা—সবই ধরা পড়ে স্থানীয় ভিডিও ফুটেজে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, মন্দির কর্তৃপক্ষ একাদশীর ভিড় সম্পর্কে প্রশাসনকে আগাম কিছু জানায়নি, ফলে কোনও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, “যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

