‘সরকার বদলান, অনুপ্রবেশ বন্ধ হবে’—বাংলার ভোটারদের বার্তা অমিত শাহর

‘বাংলায় সরকার বদল করুন, অনুপ্রবেশও বন্ধ করে দেব’, SIR প্রসঙ্গে বাংলার ভোটারদের উদ্দেশে বার্তা অমিত শাহের। 

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে ফের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার একটি হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার বদল করে দিন, অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার!”

এসআইআর (Special Intensive Revision) প্রসঙ্গে কথা বলতে গিয়েই এই মন্তব্য করেন শাহ। তাঁর দাবি, “যাঁরা ভারতের নাগরিকই নন, তাঁরা কীভাবে ভোটার হতে পারেন? দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বিদেশিরা ঠিক করবেন?”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের মূলনীতি নির্বাচন। এসআইআর করে কমিশন যদি ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের তাড়ায়, তবে বিরোধীদের পেটে কেন ব্যথা হচ্ছে?”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে শাহ বলেন, “মমতা তো সংবিধানের উপরে বাস করেন। আমরা সংবিধানের মধ্যে থেকে কাজ করি।”

বিহারে এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল, ‘বৈধ’ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে শাহ বলেন, “বিহারে এসআইআর হয়েছে। পশ্চিমবঙ্গেও হবে।”

এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে, বিজেপি এসআইআরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

About The Author