কলকাতা: দেবীপক্ষে বঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি সপ্তাহের শুক্রবার, অর্থাৎ চতুর্থীর দিন দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, শাহ যাবেন অন্তত দু’টি দুর্গাপুজোর উদ্বোধনে—একটি সন্তোষ মিত্র স্কোয়্যার, অন্যটি ইজেডসিসি-র পুজো।
সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে আয়োজিত, যেখানে এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। এই পুজো ৯০তম বর্ষে পা রাখছে।
এদিকে, ইজেডসিসি-র পুজো আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ, যদিও এর দায়িত্বে রয়েছেন বিজেপি নেতারাই।
অমিত শাহের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা বাড়ছে। সূত্র বলছে, শাহ আরও একটি পুজো উদ্বোধনে যেতে পারেন, তবে তা এখনও চূড়ান্ত হয়নি।
- দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়্যারের ‘অপারেশন সিঁদুর’ থিম ও ইজেডসিসি-র পুজোতে থাকবেন তিনি। রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।