কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর উদ্দেশে সরাসরি বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে তিনি বলেন, “আপনারা দীর্ঘ দিন কংগ্রেসকে সময় দিয়েছেন, ৩৪ বছর বামেদের দিয়েছেন, ১৫ বছর মমতাজিকে দিলেন। আমার বিনীত অনুরোধ, এ বার মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার বানান, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন।”
শাহ আরও দাবি করেন, বাংলায় উন্নয়ন থমকে গিয়েছে। শিল্পে দুর্দশা, অনুপ্রবেশের সমস্যা, নারী নিরাপত্তা—সব ক্ষেত্রেই তৃণমূল সরকার ব্যর্থ। তাঁর বক্তব্যে উঠে আসে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যু এবং কেন্দ্রীয় প্রকল্প কার্যকর না হওয়ার অভিযোগও।
বিজেপি নেতাদের মতে, এই সফরে শাহ রাজ্যবাসীর কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছেন—২০২৬ সালের ভোটে বিজেপি সরকার গঠনই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, “২০১৪ সালে ১৭ শতাংশ ভোট, ২০১৯ সালে ৪১ শতাংশ ভোট, ২০২৪ সালে ১২ আসন। এ বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার হবে।”

