২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারসহ শীর্ষ নেতৃত্ব। বিশেষভাবে ডাক পান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
দীর্ঘ বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমায় ডেকেছিল তাই এসেছি। বাকি যা বলার দল বলবে।” তাঁর সংক্ষিপ্ত মন্তব্যে স্পষ্ট হয়ে যায়, এখনও অভিমান কাটেনি।
রাজনৈতিক মহলে জল্পনা, হারানো জমি ফিরে পেতে দিলীপ ঘোষকে ফের সক্রিয় করতে চাইছে বিজেপি নেতৃত্ব। কারণ তাঁর সভাপতিত্বকালে বাংলায় বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল, ২০১৯ লোকসভায় ১৮ আসন এবং ২০২১ বিধানসভায় ৭৭ আসন। পরবর্তীতে তিনি কোণঠাসা হয়ে পড়লেও, অনেকেই মনে করেন পুরনো মুখ ফিরলেই সংগঠন আবার শক্তি পাবে। শাহর এই বৈঠককে তাই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, অভিমানী দিলীপ কি ফের সক্রিয় ভূমিকা নেবেন?

