নয়াদিল্লি: অমিত শাহ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় “নিশ্চিত” বলে দাবি করেছেন। তবে স্বীকার করেছেন, এই জয় সহজ নয়—তবু এবার তিনি আত্মবিশ্বাসী।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। তাঁর ভাষায়, “একসময় কংগ্রেস, তারপর বাম, এখন তৃণমূল—এবার পদ্ম ফুটবেই।” তিনি দাবি করেন, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রবল খোভ রয়েছে, এবং বিজেপিই একমাত্র দল যারা তার রাজনৈতিক সুবিধা নিতে প্রস্তুত।
যখন সাংবাদিক তাঁকে স্মরণ করিয়ে দেন যে এর আগেও তিনি বাংলায় জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাহ বলেন, “এই জয় সহজ নয়, তবে এবার নিশ্চিতভাবেই হবে।” তিনি আরও বলেন, বিজেপি ইতিমধ্যেই তিনটি আসন থেকে ৭৭-এ পৌঁছেছে, যা দলটির শক্তি বৃদ্ধির প্রমাণ।
এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে, “এটা দিবাস্বপ্ন।” দলটির মতে, শাহের বক্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে, এবং বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করবে না।
- শাহের বক্তব্য রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ, তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে জয় সহজ নয়।
- ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে বিজেপি যে আগেভাগেই প্রচার চালাচ্ছে, তা স্পষ্ট।