বাংলাদেশে ‘পুশব্যাক!’ ২২ দিন পর মালদহের আমিরকে ফেরাল BSF

কলকাতা: ২২ দিনের অনিশ্চয়তার পর মালদহের আমির শেখকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনল বিএসএফ। রাজ্যের প্রশাসনের তৎপরতায় ‘পুশব্যাক’ প্রত্যাবর্তন। পরিবারে ফিরল স্বস্তি, উঠল সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন।

প্রায় ২২ দিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা মালদহের কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখকে অবশেষে দেশে ফিরিয়ে আনল বিএসএফ। বুধবার সন্ধ্যায় বসিরহাট থানায় তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেশে ফিরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আমির ও তাঁর পরিবার।

রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমিরের দেশে ফেরার খবর জানান। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উদ্যোগেই এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। পরিবারের তরফে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা কেন্দ্রকে তৎপর করে তোলে।

ঘটনার সূত্রপাত রাজস্থানে, যেখানে রাজ্য পুলিশ আমিরকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। এরপর তাঁকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তীব্র সমালোচনা হয় এবং পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

ফেরার পর আমিরের পরিবার মুখ্যমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা জানান, এতদিন ধরে আতঙ্কে কাটলেও এখন তাঁদের মনে শান্তি ফিরেছে।

এই ঘটনা সীমান্ত ব্যবস্থাপনা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে পরিবারের কাছে প্রিয়জনকে ফেরানোই এখন সবচেয়ে বড় সাফল্য।

About The Author