‘আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে’: নওশাদ সিদ্দিকী

কলকাতা: তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারি প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মজার রগড় সামনে এল। নওশাদের কথায়, ‘আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে; বেচারাগুলো কষ্ট পাচ্ছে, দুর্নীতির টাকা খেয়ে খেয়ে চেহারা ভালো বানিয়ে ফেলেছে।’

সোমবার সকালে বড়ঞার বিধায়কের বাড়িতে ইডির হানার পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা। জীবনকৃষ্ণ সাহা মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে পালাতে চাইলেও শেষমেশ ধরা পড়েন। এই ঘটনার পর নওশাদ বলেন, “মানুষ এখন দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামছে, আর শাসকদলের নেতারা মোবাইল ছুঁড়ে পালাচ্ছেন। এটা বাংলার জন্য লজ্জার।”

তাঁর কটাক্ষ, “দুর্নীতির সঙ্গে যুক্ত রাঘববোয়ালদের ধরতে হবে, শুধু পাঁচিল টপকে পালানো নয়, পাঁচিলের উচ্চতাও কমাতে হবে।” তিনি আরও বলেন, “দুর্নীতির শিকড় অনেক গভীরে। শুধু একজনকে ধরলে হবে না, পুরো চক্রকে সামনে আনতে হবে। পাঁচিলের উচ্চতা কমানো মানে, সাধারণ মানুষ যাতে দেখতে পায়—কে কোথায় লুকোচ্ছে।”

  • তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে এবার মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারের কাছে আজব দাবি রাখলেন বিধায়ক! যদিও নিছক মজার ছলেই। 

About The Author