আলুর বন্ড বিলি নিয়ে উত্তেজনা, স্বজন পোষণের অভিযোগ

রাজগঞ্জ: আলুর বন্ড বিলি নিয়ে স্বজন পোষণের অভিযোগ কুকুরজান অঞ্চল অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার এই অভিযোগ এলাকাবাসীরা অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, ফর্ম জমা দেওয়ার সময় লিস্টে নাম থাকলেও বন্ড নিতে এসে দেখতে পারেন লিস্টে তাদের নামই নেই। অভিযোগ বণ্ড নিয়ে স্বজনপোষণ হয়েছে।

এক চাষী জানান, সব ডকুমেন্ট জমা করে টোকেন নিয়েছিলেন কিন্তু লিস্টে তার নাম নেই। এবিষয়ে অঞ্চলের প্রধান অভিযোগ স্বীকার করে বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে এজেন্সি হয়তো কিছু ভুল করেছে।

মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় অঞ্চল অফিস চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। 

About The Author