মাত্র একমাসের কোলের শিশুকে বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক দম্পতি। নগদ ৫০ হাজার টাকার বিনিময় নিজেদের সন্তান বিক্রি করতে গিয়েছিল বাবা-মা। জলপাইগুড়ির মালবাজারের ঘটনায় হতবাক সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাল শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইনে বাচ্চা কোলে ওই দম্পতি এক ব্যক্তির সঙ্গে শিশুটি বিক্রি করার জন্য দরকষাকষি করতে থাকেন। সেই সময় অভিযুক্ত বাবা মদ্যপ অবস্থায় ছিলেন। সেখানে শিশুটি বিক্রি না হওয়ায় পড়ে ওই দম্পতি এলাকার বাড়ি বাড়ি গিয়ে শিশুটিকে বিক্রি করার প্রস্তাব দেন বলে অভিযোগ। এরপরে স্থানীয়রা একত্রিত হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। শিশু সহ আশ্রয় নেন মাল টাউন স্টেশনে। সেখানেও ঘিরে ধরেন স্থানীয়রা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। দুজনের কথা বার্তায় গড়মিল ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শিশু বিক্রির চেষ্টার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মহিলা।
এলাকার বাসিন্দারা বলেন, সকালে ওই দম্পতি টোটো করে এসে এখানে এক মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল। তারা সেই বাচ্চার দাম ৫০ হাজার টাকা সকলকে জানাচ্ছিল। ঘটনা দেখে তাদের সেখানে ঘিরে ধরেন স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখেই তারা সেখান থেকে পালায়। তবে স্টেশনে পাকরাও হয়। বেশ কিছুক্ষণ চাপানউতরের পর শেষ পর্যন্ত মালথানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালবাজার দৈনন্দিন বাজার এলাকায়। তবে ওই দম্পতি আসলেও ওই শিশুর মাতা-পিতা কিনা বা কি উদ্দেশ্যে তারা ওই শিশুকে বিক্রি চক্র সাজিয়েছিল তা খতিয়ে দেখছে মাল থানার পুলিশ।