বিজেপির পতাকায় কন্ডোম লাগাল কারা? TMC-কে দুষছে গেরুয়া শিবির

রাজগঞ্জ: বিজেপির দলীয় পতাকায় কন্ডোম লাগানোর অভিযোগ। কে বা কারা এই কান্ড ঘটালো তাদের বিরুদ্ধে করা শাস্তির দাবিতে থানায় ছুটলেন বিজেপি প্রার্থী এবং তার অনুগামীরা। এর পেছনে তৃণমূলকে দায়ী করেছে বিজেপি নেতারা। যদিও অভিযোগ অস্বীকার করে দুষ্কৃতীদের বিরুদ্ধে করা শাস্তির দাবি জানিয়েছে শাসক শিবিরও।

রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ডিপু লাইন বুথের বিজেপি প্রার্থী অলকা কুজুর বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা করেছেন। তিনি জানান, ভোটের প্রচারের অংশ হিসাবে এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছে। চা বাগান এলাকায় পরপর বেশ কয়েকটি পতাকায় কন্ড‌োম লাগানো হয়েছে। এমনকি রাস্তাঘাটেও ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

খবর জানাজানি হতেই বিজেপির নেতারা ঘটনাস্থলে আসেন। সেখানে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশও। বিজেপির প্রার্থী অলকা কুজুর বলেন, এলাকায় প্রতিদ্বন্দ্বী বলতে তৃণমূল ছাড়া আর কেউ নেই। তাই যদি দলীয় ব্যাপার হয়, তবে তৃণমূল ছাড়া আর কেউ এমন কাণ্ড ঘটাবে বলে তো মনে হয় না। তবে যেই ঘটাক তাঁদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।

থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অলকা। স্থানীয় বিজেপি নেতা নকুল দাস বলেন, এর জন্য তৃণমূলকেই দায়ী করব। তৃণমূল ছাড়া এমন কাণ্ড কারও পক্ষেই সম্ভব নয় বলে তাঁর দাবি। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের কন্ডোম-কথাও তুলে ধরলেন তিনি। যদিও এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র বসাক বলেন এমন ঘটনা শোভনীয় নয় তবে তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে বলে তার মনে হয় না। যেই এমন কাজ করুক তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।

About The Author