হাসপাতালের বিরুদ্ধে শিশুর ভুল চিকিৎসার অভিযোগ, থানায় গিয়েও কাজ হয়নি

রাজগঞ্জ: একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে নবজাত শিশুর ভুল চিকিৎসার অভিযোগ। প্রথমে বলা হয়েছিল কন্যা সন্তানের হৃদযন্ত্রে ফুটো রয়েছে। সেই নিয়ে যাবতীয় চিকিৎসা শুরু করা হয়েছিল হাসপাতালের তরফে। তবে পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় শিশুর হৃদযন্ত্রে কোনও ফুটো নেই। এই ঘটনার পর আগের হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা।

জানা গিয়েছে, রাজগঞ্জের বাসিন্দা আলিয়ার রহমান ক’দিন আগেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে তার নবজাত কন্যা সন্তানের শ্বাস কষ্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন। নানা পরীক্ষা নিরিক্ষার পর ডাক্তারবাবুরা জানিয়েছিলেন তার কন্যা সন্তানের হাসপাতাল জানিয়েছিল কন্যা সন্তানের হৃদযন্ত্রে ফুটো রয়েছে। এরপর সেখানে কিছুদিন চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে শিশুকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিছুদিন পর ফের একই সমস্যা দেখা দিলে আগের ওই হাসপাতালে না নিয়ে গিয়ে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আলিয়ার রহমান জানান, মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্রথমে আগের বেসরকারি হাসপাতালের রিপোর্ট দেখেই চিকিৎসা শুরু করেন। এরপর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তারা আবারও পরীক্ষা নিরিক্ষা করেন। তাতে দেখা যায় শিশুর হৃদযন্ত্রে কোনও ফুটো নেই।

এই ঘটনার পর শিশুর বাবা আলিয়ার রহমান আগের হাসপাতালে গিয়ে জানতে চান, কেন তারা ভুল চিকিৎসা করালেন। কিন্তু তার কথার কোনও গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি। বাধ্য হয়েই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে দাবি আলিয়ার বাবুর। ভুল চিকিৎসার অভিযোগ করে তিনি নিউ জলপাইগুড়ি থানায় গত ২৪ জুলাই এফআইআর দায়ের করেছেন ঠিকই। তবে এখনও এই বিষয়ে কোনওরকম তদন্ত করেনি বলে অভিযোগ। সাংবাদিকের কাছে এই নিয়ে আন্দলনের হুশিয়ারি দিয়েছেন আলিয়ার রহমান।

যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের পরিচালক কেশব চ্যাটার্জি‌ জানান, শিশুর চিকিৎসা চলাকালীন কোনও ভুল রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি ডিসিপি জোয় টুডু জানান, তদন্ত শুরু হয়েছে।

About The Author