Rajganj MLA: বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ

রাজগঞ্জ: আবারও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ। শুক্রবার সন্ধ্যারাতে মান্তাদাড়ি গেট-বাজারে ঘটল এই কাণ্ড। যদিও ঘটনার সময় বিধায়ক খগেশ্বর রায় নিজের গাড়িতে ছিলেন না।

জানা গেল, বিধায়ক বুকে ব্যথা নিয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন সন্ধ্যায় তাঁকে দেখতে বিধায়কের গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকেই যাচ্ছিলেন চালক এবং বিধায়কের দেহরক্ষী। সেই সময় গেট বাজার মোড়ে রাস্তার পাশে কয়েকজন যুবক গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। গাড়ি থেমে যেতেই স্কুটি ছেড়ে পালায় ‘হামলাকারী’ যুবকেরা। এই ঘটনায় অবশ্য গাড়ির বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় ভোরের আলো থানা এবং বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেখানে হামলাকারীদের একটি স্কুটি তুলে ভোরের আলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও গল্প রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেল, বিধায়ক অসুস্থ। সকালেই শিলিগুড়ির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এখন বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। যদিও হামলার এই ঘটনাকে নিছক ‘ছেলেমানুষী কাজ’ই মনে করছেন শাসক শিবির। পুলিশ সুত্রে খবর, সম্ভবত সেখানে কিছু যুবক মদ্যপান করছিল। তাদেরই কেউ হয়ত এমন কাজ করে থাকবে।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে ফেরার পথে রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় বিধায়কের গাড়ির কাঁচ ভেঙ্গে দিয়েছিল একদল হামলাকারী।

About The Author