টাকার প্রলোভন দেখিয়ে দেহ ব‍্যবসার অভিযোগ, চাঞ্চল্য বেলাকোবায়

রাজগঞ্জ: টাকার প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মেয়েকে নিয়ে দেহ ব‍্যবসা চালানোর অভিযোগ, এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন এলাকাবাসীরা। লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারও কড়া হয়েছে। ভোটের আবহে বেলাকোবায় এমন ঘটনায় চাঞ্চল্য।

স্থানীয়দের অভিযোগ, বেলাকোবার খলকের বাড়ি এলাকার এক মহিলা এক নাবালিকা মেয়েকে টাকার লোভ দেখিয়ে দেহব‍্যবসা চালাতো। কখনও নিজের বাড়িতে আবার কখনও বিভিন্ন হোটেলে, দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে এই কারবার চলছিল বলে অভিযোগ। সোমবার রাতে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এমনকি সেই সংক্রান্ত কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

সোমবার রাতে এই ঘটনাটির বিষয়ে এলাকাবাসীরা বেলাকোবা পুলিশ ফাড়িতে লিখিতভাবে জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলাকোবা ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই মহিলা জিজ্ঞাসাবাদ করেন। পরে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এলাকায় এই ধরনের ঘটনায় সামাজিক পরিবেশ নষ্টের অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসীরা।

About The Author