শিল্পে কেউ বাধা দিলে তা বরদাস্ত করা হবে না, স্পষ্ট বক্তব্য বিধায়ক খগেশ্বর রায়ের
জলপাইগুড়ির রাজগঞ্জের শিল্পতালুকে হামলা কয়েকজন দুষ্কৃতির। কারখানা কর্তৃপক্ষের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন একের পর এক পাথর ছুড়ছে কারখানা লক্ষ্য করে। ভেঙে খানখান হয়ে যাচ্ছে কাচের জানালা। কর্তৃপক্ষের অভিযোগ, এলাকারই কয়েকজন মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে। এলাকায় শিল্পে বাঁধা দিতে চাইছে।
রাজগঞ্জে আমবাড়ি মগরসুব্বা শিল্পতালুকে এই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠেছে। হামলার ভিডিও ফুটেজ জমা দিয়ে থানায় অভিযোগ জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে শিল্পতালুকে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এলাকার বিধায়ক এবং থানার আইসি।
এই ঘটনায় বিধায়ক খগেশ্বর রায় বলেন, বাইরে থেকে শিল্প আনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। শিল্পে কেউ বাধা দিলে তা বরদাস্ত করা হবে না। এলাকায় কোনও সমস্যা থাকলে আমাকে জানালে আমি অবশ্যই দেখব। তবে এব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪ বছর আগেও রাজগঞ্জের আমবাড়ি শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল। সেসময় বন্ধ হয়ে যায় শিল্প। এবারের ঘটনায় উত্তরবঙ্গের শিল্পমহল সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে লিখিত জানাবেন বলে খবর।