প্রাণনাশের হুমকি! TMC প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে ‘একজোট’ ৩ প্রতিদ্বন্দ্বী

রাজগঞ্জ: শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে ‘সন্ত্রাসের অভিযোগ’ তুলে সম্মিলিতভাবে থানায় গেলেন এলাকার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিজেপি, সিপিএম এবং এক নির্দল প্রার্থী, তিনজনেরই একই অভিযোগ এলাকার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। আবার ওই তিনজনের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ করেছেন শাসক প্রতিনিধিও। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলে।

প্রথমে রাজগঞ্জ বিডিও অফিস এবং তারপর রাজগঞ্জ থানায় স্থানীয় শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযোগ জমা করেছেন ওই তিন প্রতিদ্বন্দ্বী। যদিও পুলিশ এখনও সেই অভিযোগ গ্রহণ করেনি বলে খবর।

রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের ৩ নং আসনে পঞ্চায়েত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন। তৃণমূলের তরফে রুস্তম আলি, এলাকার বিদায়ী তৃণমূলের পঞ্চায়েত তথা এবারের নির্দল প্রার্থী সপিকুল ইসলাম, সিপিএম প্রার্থী রফুদ্দিন এবং বিজেপি প্রার্থী নজরুল ইসলাম। এই চারজনই সন্ত্রাসের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। এই নিয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের আবহে কোনওরকম মস্তানি করা চলবে না। যদি কেউ দোষ করে থাকে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে একই সম্মিলিতভাবে প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ জানালেন শেষের তিন প্রার্থী। প্রত্যেকেই দাবি করেন, এলাকায় তাঁদের জনসমর্থন রয়েছে। তাই রুস্তম আলি তাঁদের চাপ দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এমনকি প্রাণে মেরে ফেলারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ওই তিনজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী রুস্তম আলি। রুস্তম বলেন, ‘ওই তিনজন পরস্পর বিরোধী দলের হয়েও আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে একাট্টা হয়েছে। এখানে আলাদা করে কোনও ব্যাখ্যার দরকার হয়না। মানুষ বোঝে। তাঁদের পক্ষে কোনও সমর্থন নেই।’

সপিকুল ইসলামের অভিযোগ, ‘এলাকায় কাউকে প্রার্থী হিসেবে দাঁড়াতে দিচ্ছে না রুস্তম। প্রচারে নামতে দিচ্ছে না। প্রচারে বেরোলেই মারধর করছে, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এলাকার ১১০০ ভোটারের সবটাই ওর লাগবে।’ এই ব্যাপারে বিজেপির প্রার্থী নজরুল ইসলামও প্রাণনাশের হুমকির অভিযোগ জানালেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রুস্তম। তবে দেড় লক্ষ টাকার বিনিময়ে জনৈক আব্দুল গফুরের থেকে রুস্তমকে টিকিট দিয়েছে তৃণমূল, এমন অভিযোগ করেছেন এলাকার সাবেক তৃণমূলের পঞ্চায়েত সদস্য সপিকুল ইসলাম। এবারের ভোটে তাঁকে প্রার্থী করেনি শাসক শিবির। তবে তিনি বলেন, এলাকায় তাঁর আমলে ভালোই কাজ হয়েছে। তারপরও টাকার বিনিময়ে রুস্তম টিকিট দিয়েছে দল। আর এরপরই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করেছে বলে অভিযোগ। সপিকুল ইসলামের অভিযোগে এলাকার বিজেপি এবং সিপিএম প্রার্থী একই অভিযোগ মিলিয়ে দিয়েছেন।

সোমবার তাঁদের সঙ্গে একজন আহত দলীয় কর্মীকেও থানায় নিয়ে এসেছিলেন তাঁরা। ওই ব্যক্তি পিঠে আঘাতের চিহ্ন স্পষ্ট। তাঁদের অভিযোগ, তৃণমূল প্রার্থী রুস্তম আলী বাঁশ দিয়ে তাকে পিটিয়েছে। আরও অভিযোগ, রুস্তম তাঁদের হুশিয়ারি দিয়েছেন যদি তাঁরা ভোটে লড়েন তবে প্রাণে মেরে ফেলা হবে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে রুস্তম। এই ঘটনায় পাল্টা বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রুস্তম। তাঁর কথায়, ওঁরা সকলে মিলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন। যদিও শেষ প্রাপ্ত খবরে কোনও পক্ষেরই অভিযোগ এখনও রাজগঞ্জ থানায় জমা পড়েনি বলে জানা গেল পুলিশ সূত্রে।

About The Author