‘সব মুসলিমই ভগবান শ্রীরামের বংশধর, ইসলামের থেকেও পুরনো সনাতন’, বিজেপির মুসলিম নেতার মন্তব্যে বিতর্ক

‘সব মুসলিমই ভগবান শ্রীরামের বংশধর, যারা রাম ও কৃষ্ণে বিশ্বাস করে না, তারা মুসলিম নয়!’, একথা বললেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী। 

এক সাক্ষাৎকারে সিদ্দিকী বলেন, ‘ইসলামের অনেক আগেই সনাতন ধর্ম ছিল। এটি আমাদের সভ্যতার ভিত্তি।’ তাঁর মতে, ইসলাম বহু নবীর অস্তিত্ব মেনে চলে। কোরানে যেখানে ২৫ জন নবীর কথা বলা হয়েছে, হাদিসে বলছে ১ লক্ষ ২৪ হাজার জন নবী এসেছিলেন পৃথিবীতে। তাহলে কে বলতে পারে, যে ভগবান শ্রীরাম বা কৃষ্ণ তাঁদের মধ্যে ছিলেন না?’

সিদ্দিকী আরও বলেন, ভারতের মুসলিমদের শিকড় প্রাচীন হিন্দু ঐতিহ্যের সঙ্গে জড়িত। তাঁর কথায় ‘আমাদের উপাসনার রীতি আলাদা হতে পারে, কিন্তু সংস্কৃতি এক। আমাদের পরিচয় এখনও সনাতন।’ 

সিদ্দিকীর এমন মন্তব্য শুনে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের তরফেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। কেউ বলছেন, এটা ‘রাজনৈতিক অভিসন্ধি’, আবার কেউ বলছেন, এটা একরকম ‘ধর্মীয় উদারতার এক উদাহরণ’। আবার কেউ মজার ছলে লিখেছেন, ‘এবার কি তবে রামনবমীতে কোরান পাঠ হবে?’। সিদ্দিকীর মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনীতিতে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। 

About The Author