সিডনি: ৬২ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিয়ে হল তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী জোডি হেইডনের সঙ্গে। রাজধানী ক্যানবেরার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর বাগানে আয়োজিত হল তাঁর এই পারিবারিক অনুষ্ঠান।
অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই প্রথমবার, যখন কোনো প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন বিয়ে করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। আলবানিজ ও হেইডন নিজেদের লেখা শপথবাক্য পাঠ করে বিবাহ সম্পন্ন করেন।
বিয়ের বিশেষ আকর্ষণ ছিল তাঁদের প্রিয় কুকুর টোটো, যে আংটির বাহক হিসেবে অতিথিদের মন জয় করে নেয়। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক শব্দে লিখলেন— “Married”, সঙ্গে প্রকাশ করলেন ভিডিও যেখানে তিনি ও তাঁর নববধূ হাত ধরে কনফেটির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন।
জোডি হেইডন পরেছিলেন সাদা গাউন, আর আলবানিজ ছিলেন বো-টাই পরিহিত। অতিথিদের জন্য পরিবেশন করা হয় সিডনির একটি ব্রুয়ারির বিয়ার। অনুষ্ঠান শেষে তাঁরা স্টিভি ওয়ান্ডারের জনপ্রিয় গান “Signed, Sealed, Delivered (I’m Yours)” বাজিয়ে পথ চলেন।
এই বিয়ে আসে ভ্যালেন্টাইনস ডে ২০২৪-এ আলবানিজের প্রস্তাবের প্রায় দেড় বছর পর। নবদম্পতি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার মধ্যেই পাঁচ দিনের হানিমুনে যাবেন।

