জন্ম থেকেই পা নেই তার। দু’হাতে ভর দিয়েই চলতে হয় তাঁকে। তা সত্বেও এবারের ফুটবল বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দু’হাতে ভর দিয়ে মঞ্চে এগিয়ে আসতে দেখা গেল তাঁকে। কে এই বিস্ময় বালক? কি তাঁর পরিচয়? আসুন জেনে নেওয়া যাক।
তিনি হলেন ঘানিম আল মুফতাহ। চলতি কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দেখার পরই নেট মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। বছর ২০-র এই ছেলে বিশেষ ভাবে সক্ষম। জন্ম থেকেই পা নেই। ডাক্তারি ভাষায় কডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্ত তিনি। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা মরগান ফ্রিম্যানের সঙ্গে সকলের নজর কেড়েছেন ঘানিম। দুনিয়ার সকলের কাছে পৌঁছে দিয়েছেন সাম্যের বার্তা।
চলতি বছর কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। জন্ম থেকে পা নেই। মাঝে মধ্যেই চিকিৎসকের তত্বাবধানে যেতে হয় তাঁকে। শারীরিক বাধা পেরিয়ে তিনি এখন একাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে নানা রকম অনুপ্রেরনা মুলক ভিডিও আপলোড করে থাকেন। এছাড়াও তাঁর আইসক্রিমের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। ২০০২ সালে মে মাসে একসঙ্গে দুই ভাইয়ের জন্ম হয়েছিল (যমজ)। এক ভাই স্বাভাবিক থাকলেও মুফতাহ বিশেষ ভাবে সক্ষম। এবারের কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে প্রথম বারের মত পরিচয় হয় অনেকেরই। এরপর থেকেই তাঁকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। শেয়ার করা হচ্ছে ছবি-ভিডিও।