দীপাবলির বোনাস না পেয়ে টোলগেট খুলে দিলেন কর্মীরা, বিনা টোলে চলল হাজারো গাড়ি

দীপাবলির বোনাস না পেয়ে কর্মীদের প্রতিবাদে খুলে গেল টোল গেট, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দিয়ে বিনা খরচে চলল হাজারো গাড়ি।

দীপাবলির সন্ধ্যায় উত্তরপ্রদেশের ফতেহাবাদ টোল প্লাজায় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। শ্রী সাইন ও দাতার কোম্পানির অধীনে কর্মরত ২১ জন টোল কর্মী তাঁদের মাত্র ₹১১০০ টাকার বোনাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের দাবি ছিল, উৎসবের মরসুমে এত কম বোনাস অমানবিক, এবং কোম্পানি সময়মতো বেতনও দেয় না।

রবিবার রাতে তাঁরা টোল বুথের বুম ব্যারিয়ার খুলে দেন, এবং ১০ ঘণ্টার দীর্ঘ অবস্থান বিক্ষোভে বসেন। এই সময়ের মধ্যে ৫,০০০-এর বেশি গাড়ি বিনা টোলেই এক্সপ্রেসওয়ে পার হয়, যার ফলে কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং কোম্পানির পক্ষ থেকে ১০% বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়, যার পর কর্মীরা অবস্থান তুলে নেন।

About The Author