কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ফের ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অগ্নিমিত্রা।
ভোর রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ধরা পড়ে স্নায়ুর উপর সামান্য চাপজনিত সমস্যা। আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। নিউরোমেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত। শরীরের কোনও অংশ অবশ হয়নি, কথা বলতেও পারছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে কয়েক সপ্তাহ আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা। সেবারও স্নায়ুর সমস্যার কারণে চিকিৎসা চলেছিল। বারবার অসুস্থতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাঁর অনুগামীদের কাছে।

