Delhi Murder case: রাগের মাথায় খুন করেছি, আদালতে স্বীকার আফতাবের

দিল্লি: আদালতে বিচারপতির সামনে শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করলেন আফতাব। শ্রদ্ধাকে খুনে অভিযুক্ত আফতাব বলেন, ‘মাথা গরম ছিল, তাই রাগের মাথায় খুন করে ফেলেছি।’ মঙ্গলবার দিল্লি আদালতে বিচারপতির সামনে একথা স্বীকার করল আফতাব। তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে অভিযুক্তকে আরও চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে শ্রদ্ধাকে খুনের ঘটনার তদেন্তের ভার সিবিআই-এর কাছে দেওয়া হোক, এই আবেদন খারিজ করে দিল্লি আদালত জানিয়েছে, অভিযুক্ত পুলিশকে এখনও পর্যন্ত সব ঠিকঠাক তথ্য দিয়েছে। তাই দিল্লি পুলিশের কাছেই এই ঘটনার তদন্তভার থাকুক। এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, ‘তদেন্তের প্রায় ৮০ শতাংশ সমাধান হয়ে গিয়েছে।’

দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালাকে দফায় দফায় জেরা করছে পুলিশ। তাতে করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সম্প্রতি, দক্ষিণ দিল্লির মেহুরৌলীর জঙ্গল থেকে খুলির একাংশ, কাটা কব্জি এবং হাঁটুর একটি অংশ উদ্ধার করা গিয়েছে। যদিও, দেহের এই অংশগুলি শ্রদ্ধার কি না, তা এখনও প্রমাণিত হয়নি।

সোমবার পুলিশ শ্রদ্ধার ডেন্টিস্টকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, দাঁতের সমস্যা নিয়ে তাঁর কাছে পরামর্শ নিতে এসেছিলেন শ্রদ্ধা। পুলিশ ওই চিকিৎসকের কাছে শ্রদ্ধার চোয়ালের একটি অংশের ছবি নিয়ে যান। তদন্তকারী এক পুলিশ আধিকারিক বলেন, ‘সাধারণত দন্ত্য চিকিৎসকেরা রোগীদের ‘ডেন্টাল রেকর্ড’ নিজেদের কাছে রাখেন। সেই পুরনো রেকর্ড দেখে শ্রদ্ধার দাঁতের অবস্থার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেলে এই তদন্তের কিনারা হতে পারে।

About The Author