ISRO: সফল উৎক্ষেপণ! সূর্যমুখে ১২০ দিনের যাত্রায় Aditya L1

আবারও এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হল দেশবাসী। সূর্যের মুখে রওনা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল-১। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে সূর্যের উদ্দেশে রওনা দিল আদিত্য।

এর আগে গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা দিয়েছিলে ভারত। তার ১০ দিনের মধ্যেই এবার সূর্যের দিকে সফল ভাবে উড়ে গেল ইসরোর আদিত্য-এল১। ১২০ দিন পর ১৫ লক্ষ কিলোমিটার দূরে আদিত্য পৌঁছাবে নির্ধারিত কক্ষপথে। চন্দ্রযানের মতই সূর্যঅভিযান নিয়েও দেশবাসীর উচ্ছাস চোখে পড়ার মত।

About The Author