‘মুসলিম যুবক’ আদিলও জঙ্গি হানার শিকার! রাস্তায় নেমে প্রতিবাদ কাশ্মীরে

কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার পরই দেশজুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুসলিম সম্প্রদায়ের ৮ থেকে ৮০ সকলে। ‘পাকিস্তান মুর্দাবাদ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে পথে নেমে প্রতিবাদ করছেন তাঁরা। মাদ্রাসাতেও চলছে দোয়া প্রার্থনা এবং শোক জ্ঞাপন।

অন্যদিকে, কাশ্মীরে জঙ্গি হানায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে একজন স্থানীয় মুসলিম যুবকও ছিলেন। তিনি টুরিস্ট স্পটে ঘোড়া টানার কাজ করতেন। আর তার একার উপার্জনেই চলত গরিবের সংসার। টুরিস্ট স্পটে ঘোড়া টানত স্থানীয় যুবক আদিল। জঙ্গি নিশানায় মৃত্যু হয় সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেটিরও। কাশ্মীরীদের অনেকেই বলছেন এই ঘটনার ফলে, কাশ্মীরে স্থানীয়দের ব্যবসা-বাণিজ্যে বিপুল প্রভাব পড়বে ফলে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার পেহেলগামের জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিশেষ করে মুসলিমরা প্রতিবাদের সুরে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা এই ঘটনার বিচার চাই। তার পাশাপাশি সন্ত্রাসবাদীদের জন্য যাতে সংখ্যালঘুদের ভুল না বোঝা হয়, সেই বার্তাও দিলেন তারা।।

এদিকে হায়দ্রাবাদের সাংসদ তথা নিম পার্টির প্রধান আসাউদ্দিন ওবিসি স্পষ্ট দই বলেন ধর্মের পরিচয় জেনে হামলা হয়েছে ঠিকই তবে আমাদের ধর্ম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না উল্টে জঙ্গিদের নিকেশ করার জন্য সরকার যথোপযুক্ত পদক্ষেপ করুক এটাই আশা করব।

About The Author