৬২-তেই প্রয়াত অভিনেতা-প্রাক্তন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়

কলকাতা: অভিনয় ও রাজনীতির দুই জগতে পরিচিত মুখ, ৬২-তেই প্রয়াত অভিনেতা ও প্রাক্তন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

জানা গেল, বেশ কদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

একসময়ে বাংলা সিনেমা জগতে জনপ্রিয় মুখ ছিলেন। তিনি একাধিক বাংলায় হিট ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন।

জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে টলিউড ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল দেবশ্রী রায়ের বিপরীতে ‘অপরূপা’ ছবিতে, এরপর ‘চপার’-এর মতো ছবিতে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

রাজনীতিতে তিনি বিজেপির হয়ে বীরভূম ও উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২১ সালে তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেন।

তাঁর আকস্মিক প্রয়াণে বাংলা চলচ্চিত্র ও রাজনীতির এক যুগের অবসান ঘটল। শ্রদ্ধা জানাচ্ছে গোটা রাজ্য।

About The Author