চাকরি নামে প্রতারণা! তৃণমূলে নেতার কলার টেনে মার

মালদা: প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা, দেড়-দুবছরেও কিচ্ছু হয়নি। পলাতক তৃণমূল নেতাকে হাতের কাছে পেয়েই কলার টেনে চর-থাপ্পর প্রতারিত চাকরিপ্রার্থীর!

এক তৃণমূল নেতার মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ, তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের প্রাক্তন কর্মধ্যক্ষ স্বপন মিশ্র প্রাথমিকে চাকরির নামে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন চাকরীপ্রা্র‌থীদের থেকে। গত দেড় বছর ধরে তাঁর বিরুদ্ধে প্রাথমিকে চাকরি দেওয়ার বিনিময়ে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি।

অনুমান, পাওনাদারদের হাত থেকে বাঁচতে তিনি এতদিন গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি ওই তৃণমূল নেতাকে হাতের কাছে পেয়েই কলার টেনে মার প্রতারিত চাকরিপ্রার্থীর! এক তৃণমূল নেতার মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।