পায়ের ওপর খসে পড়ল দেড় টনের লোহার বিম! শিল্পতালুকে মারাত্মক দুর্ঘটনা

রাজগঞ্জ: কাজ চলাকালীন আচমকাই ক্রেন থেকে খসে পড়ল দেড় টন ওজনের লোহার বিম। দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন এক যুবক। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের আমবাড়ি-ফালাকাটা শিল্প তালুকের ঘটনা।

যদিও স্থানীয়দের এবং সহকর্মীদের দাবি নিজের ভুলেই ওই শ্রমিকের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সংস্থার কর্তৃপক্ষ।

জানা গেল, পানিকাউরি অঞ্চলে শিল্প তালুকে বছর একুশের ওই যুবক অমূল্য মন্ডল শুক্রবার সন্ধ্যারাতে কাজ করার সময় আচমকাই লোহার পাঁচশ কেজির বড় বড় তিনখানা স্ট্রাকচার পায়ের ওপর খসে পড়ে। সহকর্মীরা জানান, একসঙ্গে ওই তিনটি স্ট্রাকচার দুটি লোহার দড়ি দিয়ে টেনে তোলার কথা ছিল।

কিন্তু তার জায়গায় মাত্র একটি ব্যবহার করেছিল অমূল্য। আর এর ফলেই নাকি এই বিপত্তি! ওজন অতিরিক্ত হয়ে যাওয়ায় লোহার দড়ি ছিড়ে প্রায় দেড় টন ওজন অমূল্যর পায়ের ওপর পরে এবং দু’পা ও কোমর ভেঙ্গে মারাত্মক যখম হয়েছে যুবক।

ঘটনার খবর পেয়ে মালিক কর্তৃপক্ষ তাঁদের একজন শ্রমিক হিসেবে অমূল্যর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার সময় অমূল্যর সম্পর্কে ভাগ্নে শুভঙ্কর মন্ডল (১৯) সেখানে ছিল।

শুভঙ্কর ফোন মারফত জানাল, গত ছয় মাস ধরে সেখানে কাজ করছিল অমূল্য। ঘটনার পর মালিক কর্তৃপক্ষ অমুল্যের চিকিৎসার জন্য ফুলবাড়ির একটি নারসিংহোমে ভর্তি করেছে। শুক্রবারের ঘটনার পর সাময়িক আতঙ্ক ছড়া এলাকায়। তবে সংস্থার মালিকের পক্ষ থেকে সু’বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়েছে।

About The Author