দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়! ছাত্র সংসদে তিনটি পদে এবিভিপি, একটিতে কংগ্রেস

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের প্রাধান্য প্রতিষ্ঠা করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি। এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে এবিভিপি।

অন্যদিকে, সহ-সভাপতি পদে জয় পেয়েছে কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই। সভাপতি পদে এবিভিপি প্রার্থী আরিয়ান মান ১৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এনএসইউআই-এর জসলিন নন্দিতা চৌধরিকে।

সহ-সভাপতি পদে এনএসইউআই-এর রাহুল ঝানওয়াল প্রায় ৯ হাজার ভোটে হারিয়েছেন এবিভিপি প্রার্থী গোবিন্দ তানওয়ারকে। ২০২৪ সালের নির্বাচনে এনএসইউআই সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে জয় পেয়েছিল, এবিভিপি পেয়েছিল সহ-সভাপতি ও সম্পাদক পদ।

এবারের ফলাফলে ছাত্র রাজনীতিতে এবিভিপির পুনরুত্থান স্পষ্ট। এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধরি অভিযোগ করেছেন, “শুধু এবিভিপি নয়, আমাদের লড়তে হয়েছে বিজেপি, আরএসএস এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে”।

About The Author