কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “SIR ঘোষণার পর আতঙ্কে বাংলায় দু’জন আত্মহত্যা করেছেন। এটা নিছক ভোটার সংশোধন নয়, এটা NRC-এর ছদ্মবেশ।”
তিনি দাবি করেন, তৃণমূল ২০২৬-এ রেকর্ড জয় পাবে, SIR করেও বিজেপি বাংলায় হারবে। অভিষেক বলেন, “যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, তৃণমূল তীব্র আন্দোলনে ঝাঁপাবে।”
তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি নেতাদের বাবার নাম আছে তো? বাবার নাম বাদ যাবে না তো?”—এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে। অভিষেক আরও বলেন, “বাংলায় SIR হচ্ছে, কিন্তু অসম ও ত্রিপুরায় কেন নয়?” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি, বিশেষ করে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে। অভিষেকের বক্তব্য, “SIR হলেও তৃণমূলের জয় কেউ ঠেকাতে পারবে না।”