২৬-এর ভোটে আসন নিয়ে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ! শুভেন্দু না অভিষেক, কে হাসবে শেষ হাসি?

কলকাতা: বঙ্গ রাজনীতির মঞ্চে আজ যেন চ্যালেঞ্জের ঝড় উঠল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “২০২৬-এর ভোটে বিজেপি ৫০টা আসনও পাবে না।” তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল কটাক্ষ, ছিল ভবিষ্যতের ইঙ্গিত।

কিন্তু পাল্টা চুপ করে থাকেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিলেন, “আমিও চ্যালেঞ্জ দিলাম, ২৬-এ তৃণমূল তিন অঙ্কের আসনও পাবে না।” অর্থাৎ ১০০-র ঘর ছোঁয়ার আগেই থেমে যাবে তৃণমূলের জয়রথ—এমনটাই দাবি শুভেন্দুর।

শুভেন্দুর কথায়, এসআইআর হলে ভবানিপুর বিধানসভায় হারবে মমতা। আর ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি‌র ভোট কমে যাবে। তারপরই অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

এই চ্যালেঞ্জ-যুদ্ধ শুধু দুই নেতার ব্যক্তিগত লড়াই নয়, বরং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগাম উত্তেজনার সূচনা। কে হাসবে শেষ হাসি, তা সময়ই বলবে।

About The Author