‘এখানেই রাত কাটাব’, রাজ্যপাল ফেরা পর্যন্ত রাজভবনের সামনেই বসে থাকবেন অভিষেক

রাজ্যপাল কলকাতায় ফিরে এসে দেখা না করা পর্যন্ত রাজভবনের সামনেই বসে থাকবে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার রাজভবন অভিযানে গিয়ে রাজ্যপালের সাক্ষাৎ না পেয়ে এমনটাই ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চেই রাত কাটাবেন অভিষেকরা।

দিল্লিতে কেন্দ্রের পুলিশের হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক। এদিকে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে সকাল সকাল শিলিগুড়ি চলে যান রাজ্যপাল। ফলে রাজভবন অভিযানের আসল উদ্দেশ্য সফল হয়নি তৃণমূলের। এই ঘটনায় শিলিগুড়িতে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল। আর অন্যদিকে কলকাতায় ধর্নামঞ্চ থেকে হুশিয়ারি দিলেন অভিষেকও।

রাজভবনের সামনে সভামঞ্চ থেকে অভিষেক বলেন, ‘যতক্ষণ না রাজ্যপালের দেখা পাচ্ছি, আমরা ধর্নামঞ্চে থেকে উঠব না। এখানেই রাত কাটাব। এখান থেকে এক চুলও নড়ব না। সকাল ১১টায় আবার কর্মসূচি শুরু হবে।’ তবে তৃণমূল কর্মীদের ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন অভিষেক।

About The Author