সরকারি রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের ফ্লেক্সে অভিষেক ব্যানার্জির ছবি ঘিরে বিতর্ক। ফ্লেক্সে একদিকে মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে রয়েছে অভিষেক ব্যানার্জির ছবি। আর এই নিয়েই জলপাইগুড়ির রাজগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক যুক্তি তর্ক।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে বিভিন্ন অঞ্চলে রাস্তার শিলান্যাসে দেখা মিলছে এই ফ্লেক্স। মঙ্গলবার মান্তাদারি অঞ্চলের মুকুন্দভিটা এলাকায় একটি দেড় কিলোমিটার পাকা রাস্তা তৈরির শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। সেই রাস্তার শিলান্যাসে লাগানো ফ্লেক্স নিয়েই বিতর্কের শুরু। ফ্লেক্সে রয়েছে অভিষেক ব্যানার্জির ছবি। বুধবারও পানিকাউরি অঞ্চলে মাদকপাড়া থেকে সোনারবাড়ি রাস্তার কাজের শিলান্যাসেও ধরা পড়ল একই ব্যাপার। রাস্তার কাজের উদ্বোধন করছেন জেলা সভাধিপতি উত্তরা বর্মণ। কিন্তু সেখানে, সরকারি ফ্লেক্সে অভিষেকের ছবি কেন? প্রশ্ন তুলেছে বিজেপি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সাংসদ নন। কোনও প্রশাসনিক ক্ষেত্রেও তিনি নেই। তাহলে সরকারি অনুষ্ঠানে কেন তাঁর ছবি দেওয়া হয়েছে? এবিষয়ে জেলা সভাধিপতি উত্তরা বর্মণ জানান, সরকারি কাজ, মুখ্যমন্ত্রীর মত অভিষেকও সরকারের লোক; তাই ওর ছবি দেওয়া যেতেই পারে। যদিও এই বিষয় নিয়ে মন্তব্য করেননি বিধায়ক।
জেলা বিজেপি সহ-সভাপতি অলোক চক্রবর্তী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের কেউ নন। তাহলে কেন তাঁর ছবি থাকবে! আসলে সরকারি টাকায় নিজেদের নেতা-নেত্রীদের প্রচার করে যাচ্ছেন। বাংলার মানুষ সব দেখছে, সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে।’
সরকারি অনুষ্ঠানের ওই ফ্লেক্সে একদিকে রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। জেলাপরিষদ কর্তৃক ওই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের ফ্লেক্সে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন।