Abhishek Banerjee: ‘খেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে’, একুশের মঞ্চ থেকে অভিষেকের হুঁশিয়ারি

‘জয় শ্রীরাম থেকে জয় মা কালী বলিয়েছি, এবারে জয় বাংলাও বলাব’, একুশের মঞ্চ থেকে হুঁশিয়ারি অভিষেকের।


কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন। ২০২১ সালের “খেলা হবে” স্লোগানকে সামনে রেখে এবার তিনি বলেন, “খেলা হবে, এবার পদ্ম ফুল উপড়ে ফেলা হবে।”

এই মন্তব্যের মাধ্যমে কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা করে দিল তৃণমূল। বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ শক্তি হিসাবে আখ্যা দিয়ে অভিষেক দাবি করেন, “বাংলার সংস্কৃতি, ভাষা ও আত্মপরিচয়কে অপমান করে বিজেপি। এবার সেই অপমানের যোগ্য জবাব বাংলার মানুষ দেবেন।”

তিনি বলেন, “আমরা বাংলায় কথা বলি, গর্ব করে বলি। দরকার হলে সংসদে বাংলায় কথা বলব। আত্মসমর্পণ নয়, প্রতিরোধ করব। ২৬-এর পরে বিজেপিকেও ‘জয় বাংলা’ বলাতে বাধ্য করব।”

সভাস্থলে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক আহ্বান জানান, “ভয় পাওয়ার কিছু নেই। বাংলার সম্মান রক্ষায় আমরা কেউ মাথা নিচু করব না।” তাঁর বক্তৃতায় জাতীয় স্তরে বাংলার সাংস্কৃতিক অবস্থান রক্ষা ও বিজেপির রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

২১ জুলাইয়ের এই সভা থেকে তৃণমূল স্পষ্ট করে দিল, ২০২৬-এর ভোটে সাংস্কৃতিক আত্মপরিচয়, ভাষা-অধিকার ও আঞ্চলিক অস্মিতা-ই হতে চলেছে প্রধান রাজনৈতিক অস্ত্র।

About The Author