কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট! SIR নির্দেশের পরে কমিশন ও বিজেপিকে তোপ অভিষেকের

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরই বারাসতের সভামঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানালেন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট বার্তা, ‘যারা বাংলার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু’গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত।’ সোমবার দুপুরে সভায় ওঠার ঠিক আগে আদালত জানিয়েছিল, তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে এবং তা প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে টাঙাতে হবে।

অভিষেক বলেন, তৃণমূলের দাবিই আদালত মান্যতা দিয়েছে। তিনি অভিযোগ করেন, গত দুই-আড়াই মাস ধরে গরিব ও বয়স্কদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। অভিষেক আরও জানান, তৃণমূল আগেই দাবি করেছিল শুনানিকেন্দ্রে বুথস্তরের এজেন্ট (BLA-2) থাকতে পারবেন। আদালতের নির্দেশে এখন ভোটার চাইলে পরিবারের সদস্য বা BLA-কে প্রতিনিধি হিসেবে নিয়ে নথি জমা দিতে পারবেন।

তাঁর কথায়, এই জয় আসলে বাংলার সাধারণ মানুষের জয়। বিজেপি ও কমিশনের আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, “এক কোটি মানুষকে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিতে চেয়েছিল। আজকের রায় সেই খেটে খাওয়া মানুষের জয়।”

About The Author