কলকাতা: হুমায়ুন কবির এবং তাঁর বাবরি মসজিদ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এই বাবরি মসজিদ কোথায় তৈরি হচ্ছে? আমি তো কোনো নির্মাণকাজ শুরু হতে দেখছি না।’ তারপর অভিষেক বলেন, ‘যদি তারা মন্দির ও মসজিদ ইস্যু নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে তাদের সাথে বিজেপির পার্থক্য কোথায়?’
অভিষেকের স্পষ্ট বক্তব্য, বিজেপি যেমন মন্দির নির্মাণকে রাজনৈতিক হাতিয়ার করেছে, তেমনই হুমায়ুন কবিররা মসজিদ নির্মাণকে রাজনীতির ইস্যু বানাচ্ছেন। তিনি বলেন, “হুমায়ুন কবির বিজেপির একজন প্রাক্তন প্রার্থী। বাবরি মসজিদের ঘটনা ১৯৯২ সালে ঘটেছিল। কিন্তু তিনি ২৭ বছর ধরে এটা বোঝেননি এবং সেই বিজেপিতেই যোগ দিয়েছিলেন, যারা মসজিদটি ভেঙেছিল।” অভিষেক আরও বলেন, “প্রত্যেকেরই ধর্মীয় উপাসনালয় নির্মাণের অধিকার আছে। কিন্তু এর মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয়। যদি রাজনীতিই করতে হয়, তাহলে তার বদলে হাসপাতাল ও স্কুল তৈরি করুন।”

