‘দেশটাকে পৈতৃক সম্পত্তি ভাবছে বিজেপি!’ সংবিধান বদলের বিল নিয়ে অভিষেকের বিস্ফোরক আক্রমণ

‘কাপুরুষের মতো বিল আনা হয়েছে। কোনও মুখ্যমন্ত্রীকে যদি তদন্তকারী সংস্থা ৩০ দিন হেফাজতে রাখে, তাহলে ৩১তম দিনে তাঁকে পদত্যাগ করতে হবে—এ কেমন বিচারব্যবস্থা! তাহলে আদালতের দরকার কী?’

কলকাতা: সংবিধান বদলের নামে গণতন্ত্রের শিরায় বিষ ঢালতে চাইছে কেন্দ্র—এমনই অভিযোগ তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘‘২৪০ সাংসদ নিয়ে যদি সংবিধান পাল্টানোর কথা ভাবে, তাহলে সংখ্যাগরিষ্ঠা থাকলে দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত।’’

তিনি বলেন, ‘‘লোকসভায় কাপুরুষের মতো বিল আনা হয়েছে। কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে যদি তদন্তকারী সংস্থা ৩০ দিন হেফাজতে রাখে, তাহলে ৩১তম দিনে তাঁকে পদত্যাগ করতে হবে—এ কেমন বিচারব্যবস্থা! তাহলে আদালতের দরকার কী?’’

অভিষেকের হুঁশিয়ারি, ‘‘এই বিল পাশ করতে পারবে না। এটা একটা গিমিক। ২৯ সাংসদ নিয়ে অমিত শাহকে ফোর্থ রো’তে পাঠিয়ে দিয়েছে। ভাবুন ৪০ সাংসদ থাকলে কী হত! এটাই বাংলার ক্ষমতা।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল ভয় পেলে মাঠে নামত না।

ইডি-সিবিআই-নির্বাচন কমিশন—কাউকে তোয়াক্কা করি না। আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি।’’ সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝড়: অভিষেকের অভিযোগ, ‘‘এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়।

মূল্যবৃদ্ধি, কৃষক-শ্রমিকের স্বার্থ, কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা—সব উপেক্ষিত। সরকারের একমাত্র আগ্রহ ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ। ৩০৩ থেকে ২৪০-এ নামার পরেও কীভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সকাল থেকে রাত অবধি এটাই চিন্তা।’

About The Author