Abhishek Banerjee: নতুন লুকে তৃণমূলের সেনাপতি! অভিষেকের ‘পুজো প্রস্তুতি’? আলোচনা সামাজিক মাধ্যমে

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। শনিবার দুপুরে তিনি একটি সাদা-কালো ফিল্টারে জিমে ঘর্মাক্ত আয়না-নিজস্বী পোস্ট করেন, সন্ধ্যায় একই ছবি রঙিন ভার্সনে ফের পোস্ট করেন, যার উপর লেখা ছিল “Unfiltered” । সাধারণত ব্যক্তিগত ছবি খুব একটা পোস্ট করেন না অভিষেক, তাই এই ছবি ঘিরে নানা ব্যাখ্যা ঘুরছে তৃণমূলের অন্দরমহলে।

২০১৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার সময় অভিষেকের চেহারা ছিল বেশ ভারী। ২০১৯ সালেও তাঁর শরীরে মেদের ছাপ ছিল স্পষ্ট। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই তাঁর শরীরচর্চার প্রতি মনোযোগ দেখা যায়। নবজোয়ার যাত্রার সময় তাঁর ছিপছিপে চেহারা নজর কেড়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত তিনি জিমে যাওয়ার ছবি প্রকাশ করেননি, তাই এই পোস্টকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

তৃণমূলের একাংশ মনে করছে, সংগঠনের ‘মেদ’ ঝরানোর বার্তা দিতেই অভিষেক নিজের শরীরচর্চার ছবি প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন, এটা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার কৌশল—যারা ইনস্টাগ্রাম ও জিম-সংস্কৃতির সঙ্গে যুক্ত। কেউ রসিকতা করে বলছেন, পুজোর আগে জিমে যাওয়ার হিড়িকের সঙ্গে তাল মিলিয়ে অভিষেকও অনুপ্রেরণা দিতে চেয়েছেন।

অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী, প্রবীণদের উদ্দেশে বার্তা দিতে চেয়েছেন অভিষেক—যেখানে ফিটনেসের মাধ্যমে নেতৃত্বের যোগ্যতা তুলে ধরা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, এটি বড় কোনও রাজনৈতিক কর্মসূচির ‘টিজার’ হতে পারে, যা উৎসবের মরসুম শেষে শুরু হবে। তবে অভিষেক বা তৃণমূলের তরফে এই ছবির কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। অনেকেই এটিকে তাঁর বয়স অনুযায়ী স্বাভাবিক ছবি-বিলাস বলেই মনে করছেন।

About The Author