জলপাইগুড়ি: কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গ্যাসের দাম কমে হবে ৫০০ টাকা। ধূপগুড়িতে নির্বাচনী সভা থেকে একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক’দিন আগে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র। রাখিবন্ধনে মোদী উপহার দিয়েছেন বলে দাবি করে বিজেপি। সেই নিয়ে পাল্টা খোঁচা দিলেন অভিষেক। শনিবার ধূপগুড়িতে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামনে ভোট, তাই এই রাখিতে উপহারের কথা মনে পড়ল প্রধানমন্ত্রীর। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গ্যাসের দাম কমে হবে ৫০০ টাকা।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির নেতা তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামানিক। দীপেনবাবু বলেন, মমতার উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ। তিনি বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য।
মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ধূপগুড়িতে। তার আগে দীপেনবাবুর দল ছাড়ার খবরে আলোড়ন পড়ল গোটা জেলায়। শনিবার ধূপগুড়িতে অভিষেকের নির্বাচনী সভায় পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিয়ে দীপেনবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তাতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।