দিল্লি এইমস থেকে ছুটি, আপাতত দিল্লিতেই থাকছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি: শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে দিল্লির এমস (AIIMS) হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনই কলকাতায় ফিরছেন না তিনি—অস্থায়ীভাবে দিল্লির সরকারি বাসভবনেই থাকছেন।

কী হয়েছিল?

অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। প্রথমে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।পরে পরিবার ও দলের সিদ্ধান্তে তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয়।

সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলে, শরীর থেকে ‘ফ্লুইড’ অপসারণও করা হয়। কলকাতার হাসপাতালেও একই ধরনের চিকিৎসা হয়েছিল আগেই।

এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে সরানো হয়েছিল।

কে কী বলেছিলেন?

বিজেপির সূত্র আগেই জানিয়েছিল, অভিজিতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো।গত শনিবার এমসে গিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে দেখা করেন।

শুভেন্দু বলেন, “অভিজিতদার শারীরিক অবস্থা স্থিতিশীল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”

দলের তরফে নজরদারিসাংসদের শারীরিক বিষয়টি বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেরা দেখভাল করেছেন।

About The Author